
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা শ্যামনগর “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায়” বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার ১৩ জুন সকাল ১১ টায় নিরাপত্তা কর্মী, আয়া ও সহকারী সুপার পদের বিপরীতে আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা গেছে, নিরাপত্তা কর্মী পদের বিপরীতে ১৭ জন প্রার্থী আবেদন করেন এবং পরীক্ষায় ০৯ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। আয়া পদের বিপরীতে ০৭ জন প্রার্থী আবেদন করেন এবং পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬ জন প্রার্থী। সহকারী সুপার পদের বিপরীতে আবেদন করেন ১০ জন এবং পরীক্ষায় অংশ গ্রহণ করেন ০৩ জন প্রার্থী। এর আগে শ্যামনগর “আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায়” নিয়োগের পূর্বে মাদ্রাসা সুপার মোহাম্মদ আশরাফ হোসাইন ও ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেন এর বিরুদ্ধে প্রার্থী মনোনীত ও চুড়ান্ত করার অভিযোগ ওঠে। সাতক্ষীরা জেলা প্রশাসক সহ একাধিক দপ্তরে ৬ জন প্রার্থী অভিযোগ খাড়া করেন মাদ্রাসা সুপার ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। এর প্রেক্ষিতে কয়েক ধাপে নিয়োগ বোর্ড স্থগিত করা হয়। এর ফলে বেশ কয়েকবার পরীক্ষার সময়সীমাও পিছিয়ে যায়। এ ছাড়া পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর একের পর এক বিভিন্ন ষড়যন্ত্রে সরব হয়ে ওঠে কিছু সংখ্যক কুচক্রী মহল। কিন্ত শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বোর্ড নীতিমালা মেনেই স্বচ্ছতার ভিত্তিতে উল্লেখিত তিন পদের বিপরীতে সুষ্ঠু ভাবে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেন নিয়োগ কমিটি সহ দায়িত্বশীলরা।