মোঃ সাইদুর রহমান আপন, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত সড়ক সংলগ্ন বড় রাংটিয়ার খাল থেকে একটি অটোরিকশা চালাকের মরদেহ সকালে উদ্ধার করেছে পুলিশ। নিহত চালক আরব আলী(২১ বছরের), উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালাম এর ছেলে ছিল।
পুলিশ জানাচ্ছে, আরব আলী এইচএসসি পাস করে একটি অটো রিক্সা ক্রয় করে বেকারত্ব দূর করতে এবং পরিবারের ভরণ পোষণের জন্য চালাতে ছিল। সোমবার সকালে, তার ব্যাটারি চালিত অটো রিক্সা অপারেট করে এলাকার বাইরে বের হয়।
গত শনিবার রাত ৮টার দিকে আরব আলী তার ব্যাটারি চালিত অটো রিক্সাটি নিয়ে বের হয়।
এরপর তাকে খোঁজে না পাওয়ায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে আরব আলীর পরিবার। সোমবার সকালে, এলাকার এক কৃষক ঘাস কাটার জন্য খালের পাশে গেলে, তিনি আরব আলীর মরদেহটি দেখতে পেয়ে তা পুলিশকে তথ্য দেয়। এরপর পুলিশ ও আরব আলীর পরিবার ঘটনাস্থলে যাওয়া এবং মরদেহটি উদ্ধার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, মরদেহটি ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনার পরিণামে মহকুল জনের মাঝে গভীর দুঃখ ও শোক প্রকাশ হচ্ছে।