আরাফাত নুর;
ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার করার দাবিতে উত্তরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গত বুধবার আজমপুর রেলগেইট থেকে এ কর্মসূচি পালিত হয়।
গতকার সকালে আজমপুর রেলগেইটের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলের নেতা-কর্মীরা সেখানে সমাবেশ করেন। এ সময় তাঁরা শেখ হাসিনা ও তাঁর দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমান এর সঞ্চালনা পরিচালিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, সোহরাব উদ্দিন, আনোয়ারুজ্জামান, মোস্তফা জামান,আহ্বায়ক সদস্য আলী আকবর, আলাউদ্দিন সরকার, ছালাম সরকার, আহসান হাবিব, ইউসুফ, আঃ রাজ্জাক,দক্ষিন খান থানার যুগ্ম আহ্বায়ক আমিরুল বাবলু, নাজিম দেওয়ান, শাহজালাল, শাজাহান আলীপ্রমুখ।