রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বে দেবীদ্বারকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে — এমপি আবুল কালাম আজাদ 

Logo
01841919398 শুক্রবার, ০২ ২০২৪, ৯:১৬ পূর্বাহ্ণ
শেখ হাসিনার নেতৃত্বে দেবীদ্বারকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে — এমপি আবুল কালাম আজাদ 
শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা রিপোর্টার
কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, দেবিদ্বারে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের মধ্যে দিয়ে স্মার্ট উপজেলা গড়ার কার্যক্রম শুরু করা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেবীদ্বার উপজেলাকে একটি স্মার্ট, উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। তারই অংশ হিসেবে আমি এমপি হিসেবে শপথ নিয়েই দেবিদ্বার থেকে চাঁদাবাজি ও গোমতী নদীর রক্ষায় মাটি খেকোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, দেবীদ্বার উপজেলাকে দুর্নীতি মুক্ত করতে সকল অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনিক ভবনে একটি অভিযোগ বক্স টানানো হবে। যাতে মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারে। প্রতিমাসে আইন শৃঙ্খলা মিটিংয়ে এসব অভিযোগ পর্যালোচনা করে তাদের সমস্যা সমাধান করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কাজী মো. মতিউল ইসলাম, দেবীদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ মোহাম্মদ তরিকুজ্জামান, ওসি মো. নয়ন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেবীদ্বার উপজেলায় মোট ৮৬ হাজার ভোটারের মাঝে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হবে। এই জাতীয় পরিচয়পত্রে ২২ ধরনের সেবা পাওয়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ,রাজামেহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জসিম উদ্দিন সরকার,সুবিল ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়া,গুনাইঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান জিএস মোকবল হোসেন মুকুল,ফতেহাবাদ ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ,জাফরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মো জাহিদুল আলম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি জহির উদ্দিন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি, যুগ্ম আহবায়ক গোলাম মহিউদ্দিন সবুজ,সারোয়ার হোসেন রাকিব,ইমরান আরেফিন ইমু, গাজী আসিফ বিন লতিফ, আল আমিন, দিদারুল আলম ফয়েজ, পৌর ছাত্রলীগের  আহ্বায়ক মো রনি মোল্লা, যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান রাকিব, হাবিবুর রহমান  সহ আরো অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
ADVERTISEMENT

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত …

মাসুম বিল্লাহ, আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দিয়েছে। বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে আসাদকে দেশ ছাড়তে …

আনিসুর রহমান পলাশ, স্টাফ রিপোর্টারঃ সোহাগ শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘদিন অপেক্ষার পর সোহাগ শ্রোতাদের জন্য আগামী ১০ই ডিসেম্বর বিকাল তিন টায় ভয়েজ …

মোজাহের ইসমাইল নাঈম. ব্যুরো চীফ নোয়াখালী: এক সময়ের চিরযৌবনা,খরস্রোতা ও ব্যস্ততম সূর্যমুখী খাল এখন যৌবন হারিয়ে অস্তিত্ব সংকটে। যেখানে বছরের অধিকাংশ সময়ই …