
স্টাফ রিপোর্টার (মাইদুল হক মিকু):
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘গণশুনানিতে’ এমন মন্তব্য করেন রাহিমা বেগম নামের এক নারী। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার অসহায়, নারী, সুবিধাবঞ্চিত, ভূমিহীন ও সাধারণ মানুষের কল্যাণে যে উন্নয়ন করেছেন তা অন্য কোনো সরকার থাকলে সম্ভব হতো না। তাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার সরকার দরকার বলে দাবি করেন তিনি।
গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চিকনিকান্দি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে স্থানীয় নাগরিকদের নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। আয়োজিত ‘গণশুনানিতে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য জনাব এস এম শাহজাদা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুহাম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা থানার অফিসার ইনচার্জ জনাব শোনিত কুমার গায়েন সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান প্যাদাসহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।সভাপতিত্ব করেন চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদ হোসেন রিয়াদ।
গণগুনানির শুরুতেই সাংসদ শাহজাদা বলেন, “আপনারা সেবা বা অভিযোগ নিয়ে গলাচিপা শহরে বিভিন্ন দফতরে যান, আজকে তাঁরা আপনার এলাকায় এসেছেন। সংকোচ না করে আপনাদের কাংখিত সেবা, অভিযোগ অথবা জিজ্ঞাসা থাকলে সরাসরি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। প্রয়োজনে আমি আপনাদের সহয়তা করবো”
এদিকে উপস্থিত নাগরিকেরা উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ এর ব্যাপারে অভিযোগ না করলেও ব্যক্তিগত ও সামাজিক অবকাঠামোগত (রাস্তা, ব্রিজ,টিউবওয়েলসহ নানাবিধ) উন্নয়ন দাবি করেন। নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যাখ্যা, প্রতিকার ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। এ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাজিক নিরাপত্তা ও সরকারের নানা সুবিধা পেয়ে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান গণশুনানিতে অংশগ্রহণকারী বেশিরভাগ নাগরিকবৃন্দ।
উক্ত গণশুনানিতে চিকনিকান্দি ইউনিয়নের কচুয়া গ্রামের বাসিন্দা রাহিমা বলেন, “আমার পরিবারের সদস্য এবং আমি সরকারের কাছ থেকে নানা সুবিধা পেয়েছি। শুধুমাত্র শেখ হাসিনার সরকারের পক্ষেই এটা সম্ভব। তাই আমি চাই শেখ হাসিনাকে আল্লাহ আজীবন ক্ষমতায় রাখুন”