
শাহাদাত হোসেন : চট্টগ্রামে মঙ্গলবার রাতে কোতোয়ালি থানা দিন সাফীআনা রেস্টুরেন্টের সপ্তম তলায় চট্টগ্রাম টুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক মোঃ আপেল মাহমুদের পদোন্নতি হওয়ায় শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বিভিন্ন পেশার মানুষ এবং সাংবাদিকবৃন্দ। দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো সাংবাদিক শহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর খবর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক বিল্লাল হোসেন,দৈনিক স্বাধীন সংবাদের বিশেষ প্রতিনিধি সাংবাদিক শফিকুল ইসলাম,জাতীয় দৈনিক সরেজমিন বার্তা এর প্রতিনিধি সাংবাদিক শাহাদাত হোসেন, দৈনিক আবেদন পত্রিকার সম্পাদক ও প্রকাশক লায়ন ইউসুফ, সাংবাদিক আসিফ, সাংবাদিক ইলিয়াস ইমরুল,ই- টেন চট্টগ্রাম ব্যুরো সাংবাদিক রুমেন চৌধুরী
সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের উপস্থিতিতে তিনি জানান আজ এই পর্যন্ত আসার পেছনে একমাত্র মায়ের দোয়া ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে শিক্ষা অর্জনের পাশাপাশি তিনি মায়ের দোয়ায় এতটুক পর্যন্ত অগ্রসর হয়েছেন।সবার উদ্দেশ্য তিনি বলেন এই পৃথিবীতে মায়ের চেয়ে আর বড় কেউ নেই সবাইকে মায়ের সেবা করার উপদেশ দেন।তিনি আরো বলেন বর্তমানে জামাত বিএনপি’র সন্ত্রাসী কর্মকাণ্ড নারীদের প্রতি সহিংসতা ও পুলিশ হত্যা সাংবাদিকদের প্রতি আক্রমণ গণপরিবহনে অগ্নি সংযোগকারী বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং কোন অন্যায়কারি ও সন্ত্রাসী কে ছাড় দেওয়া হবে না বলে জানান।