মোঃ নাহিদ প্রধান : নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। মঙ্গলবার (২১ই নভেম্বর) বিকেলে পরিদর্শনকালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ও শেখেরচর বাজার বনিক সমিতির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ। এসময় পরিদর্শনকালে জেলা প্রশাসক ঢাকা-সিলেট মহাসড়ক হতে ইউপি অফিস পর্যন্ত রাস্তা আর.সি.সি ঢালাই ও ইউপি এম্বুলেন্স শেড নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী সরকার রাখী, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন প্রমুখ।
এছাড়াও এসময় শীলমান্দী ইউনিয়ন পরিষদের সচিব জুলহাস মিয়া, শীলমান্দী ইউনিয়ন ১নং ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেন, ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ মাসুদ ভূইয়া, ৭নং ওয়ার্ডের সদস্য আলী আকবর শিকদার, ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিন, সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ এর সদস্য সেলিনা বেগম,মহিলা আসন ৪,৫,৬ এর সদস্য রিনা আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ADVERTISEMENT