আজ সকাল ১০ ঘটিকার সময় দেশের ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শাহীন ক্যাডেট স্কুল কুষ্টিয়া শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এস ই এফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী- ২০২৪ কুষ্টিয়া সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এস ই এফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ মহাসিন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আল মামুন তালুকদার। সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলীমা আক্তার। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ – সভাপতি মোঃ মানজিয়ার রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও এস ই এফ ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শাহীন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা, শাহীন ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা সহ শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।