মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা শালিখায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ধান প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার ২৫ নভেম্বর শালিখা উপজেলা পরিষদ চত্বরে শালিখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে জন প্রতি কৃষক-কৃষাণীর মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। শালিখা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে হাইব্রিড ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। এছাড়াও উপস্থিত ছিলেন, ৭ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে ধনেশ্বরগাতী ইউনিয়নের নুসরাত জাহান, মশিয়ার রহমান, তালগড়ি ইউনিয়নের ইমরান হোসেন, ইন্দ্রজিৎ বিশ্বাস, আড়পাড়া ইউনিয়নের পলাশ রায়, সোহেল আরমান, ইশতেহাক শাকিল, শতখালী ইউনিয়নের আসাদুজ্জামান, কামরুন নাহার কাকলি, শালিখা ইউনিয়নের মঞ্জু মোরশেদ, সুব্রত বিশ্বাস, বুনাগাতী ইউনিয়নের সজীব হোসেন, গঙ্গারামপুর ইউনিয়নের রবিউল হক, পিন্টু বিশ্বাস ও রফিকুল ইসলাম।
বীজ বিতরণ করা হয় ৭ই ইউনিয়নের ২৮৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে তারমধ্যে ধনেশ্বরগাতী ইউনিয়নে ৩৮০ জন, তালখড়ী ইউনিয়নে ৫৪০ জন, আড়পাড়া ইউনিয়নে ৪৫০ জন, শতখালী ইউনিয়নে ৪৮০ জন, শালিখা ইউনিয়নে ৩১০ জন, বুনাগাতি ইউনিয়নে ৩৫০ জন, গঙ্গারামপুর ইউনিয়নে ৩৩০ জন পুরুষ ও মহিলা কৃষকদের মাঝে এই এই হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।