খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়ন স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় ২৩অক্টোবর সোমবার গুইমারা রিজিয়নের পক্ষ থেকে দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকার শারদীয় দুর্গাপূজার মণ্ডপ গুলো পরিদর্শন করেন এবং আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি,জি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব চন্দ্র করসহ অনেক নেতাকর্মী ও অফিসার বৃন্দ।
রিজিয়ন কমান্ডারের এমন মহতি পদক্ষেপ কে সাধুবাদ জানিয়ে সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ ও উপকার ভোগি মন্দির কর্তৃপক্ষ।