মোঃ ইব্রাহিম হোসেনঃ জনগণের জানমাল রক্ষায় সবাইকে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন, ঝিনাইদহ সদর ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সুবিদুর রহমান।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহ সদর ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের অন্তর্গত নারায়ণপুর গ্রামে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জনকে কেউ যাতে কলুষিত করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
মোঃ সুবিদুর রহমান বলেন, আমি ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়ে আপনাদের শান্তিতে বসবাস করার জন্য প্রতিটি গ্রামে কমিটি করে দিয়েছিলাম। তখন আপনারা শান্তিতে বসবাস করছিলেন। সেই কমিটি নষ্ট হলো কি করে। আমিতো তখন পরিস্কার ভাবে বলেছিলাম আপনারা দুই গ্রুপ হয়ে অশান্তি সৃষ্টি করে আমাদের মুসলমানদের ডেকে আনবেন না। আপনারাতো ঠিকই সেই অশান্তি সৃষ্টি করে আমাদের মুসলমানদের ডেকে আনেন আর দোষ দেন আমাদের। এটা পরিহার করেন তাহলে আপনারা সকলে শান্তিতে থাকতে পারবেন। আপনার আবার সেই কমিটি তৈরী করেন।
এসময় নারায়ণপুর ও বুজিতলা গ্রামের বিগত দিনের বিভাজন ও বিভেদ ভুলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করেন।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন, ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জেল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা, থানা ও ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।