
স্টাফ রিপোর্টার ঃ শিহাব সবুজ কুষ্টিয়া।
কুষ্টিয়ার দৌলতপুরে, জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত হয়,শান্তি ও উন্নয়ন সমাবেশ। লাখো জনতার ঢল নামে এই সমাবেশে।
উক্ত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃএজাজ আহমেদ মামুন বিশ্বাস। চেয়ারম্যান দৌলতপুর উপজেলা ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখা, কুষ্টিয়া। বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান (দ্বিতীয়)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঃডি এম সাইফুল ইসলাম (শেলি)দেওয়ান,সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখা,আশরাফুজ্জামান মুকুল চেয়ারম্যান, মডিউল ইসলাম মহি চেয়ারম্যান, হেলাল উদ্দিন চেয়ারম্যান, মনোয়ার কবির মিন্টু চেয়ারম্যান, জুলমোত হোসেন চেয়ারম্যান, হাজী হুমাউন কবির,জেলা পরিষদ সদস্য, শাহ্ আলোম চেয়ারম্যান (সাবেক),রফিকুল ইসলাম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) রিফায়েতপুর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ দৌলতপুর উপজেলা শাখা প্রমুখ সহ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নতা কর্মী বৃন্দ। দেশের শান্তিও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করার লক্ষে পুনরায় নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান সকল বক্তারা।
উপজেলা চেয়ারম্যান জনাব, এ্যাডঃএজাজ আহমেদ বলেন,বাংলার মা জনদরদী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় আনার লক্ষে কাজ করে যাচ্ছি, যতদিন বাচবো দেশ মাতার হয়েই কাজ করে যাবো ইনশাআল্লাহ নৌকার পক্ষে কাজ জন্য আহবান জানান সকল নেতা কর্মীদের,এবং আরো বলেন আমি নিজেও নৌকার পচার কাজ চালু রেখেছি।
জন সাধারণের মাঝে কথা বলে যান্তে পারি, সাধারণ জনগণ, এবার মামুন বিশ্বাস কে উপজেলা চেয়ারম্যান নই,সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।