শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ২০১২ এর এক যুগ পুর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্যাচ ২০১২ এর পরিচিতি সভা এবং পেশাগত পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দীর্ঘদিন পর সবাই সম্মিলিত হওয়ার কারণে সকলের মাঝে আনন্দ এবং উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
উক্ত ব্যাচের এক যুগ পুর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারি ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদ খান, সাবেক প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন মিয়া,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ আহমেদ ,সিনিয়র শিক্ষক আসাফুদৌলা রতন, মহসিন স্যার ও সাবেক পৌর ভূমি অফিসার মোহাম্মদ তুহিন কাজি।
শিকড়ের টানে কাছে আনে,যুগের বন্ধুত্ব থাকুক প্রানে, এই স্লোগানকে সামনে রেখে,এসএসসি ব্যাচ ২০১২ দীর্ঘ ১২ বছরের এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।
পুনর্মিলনীর মাধ্যমে একে অপরের সৃতি চারন করা হয়।
উক্ত আয়োজনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য,জাহিদুল ইসলাম অসীম(সহকারী জজ, পিরোজপুর), নাহিদ সিকদার, মেহেদী হাসান নিশাদ,আশরাফুল ইসলাম শাওন,আবির মাহমুদ বসির, বি এম রিয়াজ, জাহিদুল ইসলাম ছোটন,আহমেদ সবুজ ও অন্যান্যরা।