মোঃ রিপন হাওলাদার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র আওতাভুক্ত এলাকার শপিংমল রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা রোধে রাজউক প্রধান কার্যালয়ের নির্দেশনায় মহাখালী আঞ্চলিক কার্যালয় পরিদর্শন কার্যক্রম শুরু করেছে ।
জোন-৪/১ এর আওতাধীন এলাকায় গত দুই দিন ধরে এমন পরিদর্শন কার্যক্রমের চিত্র দেখা গিয়েছে।পরিদর্শনের সময় রেস্তোরাঁগুলোতে আগুন নেভানোর পর্যাপ্ত নির্বাপন ব্যবস্থা রয়েছে কি না তা পর্যবেক্ষণ করে পরিদর্শন দল তালিকা তৈরি করছে।
রেস্তোরাঁগুলো পরিদর্শন করার সময় পরিদর্শন টিমের সাথে আলাপকালে জানা যায়,রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী ব্যাবহার নিশ্চিত করা এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ আছে কিনা এ বিষয়ে রাজউকের পরিদর্শন টিম কাজ করছে। রেস্তোরাঁগুলোতে আগুন লাগলে তা নেভানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা বিষয়টি পরীক্ষা করে দেখার জন্য সংশ্লিষ্টদের কাছে তুলে ধরবে বলে তারা পরিদর্শনে নেমেছে। এছাড়াও কোন বিষয়গুলি আগুন নেভানোর জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাও রেস্তোরাঁ মালিকদেরকে জানিয়ে দেয়ার চেষ্টা করছে তারা।
রাজউক মহাখালী শাখার জোন-৪/১ এর পরিদর্শন টিমের পর্যবেক্ষণ শেষে আরো জানা যায় রাজউক উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামসুল হক প্রতি মাসে আন্তঃ সংস্থার বিশেষ টিমসহ এই ধরনের কর্মসূচি করে থাকেন। মার্কেট বা শপিং মলে আগুন লাগলে তা প্রতিকারের ব্যবস্থা আছে কিনা তা দেখা এবং সেই সাথে কোন বিষয়ে ঘাটতি থাকলে সেই বিষয়ে তিনি তাদের কাঙ্ক্ষিত পরামর্শ দিয়ে থাকেন।
আরো জানা যায়,জোনের অন্যান্য এলাকায় টিমটি এ ভাবে তাদের পরিদর্শন কার্যক্রম করছে ।দ্রুত সময় তালিকা তৈরি করে তারা মালিকদের চিঠি পাঠাবে সমাধান না করলে ভবন মালিকদের বিরুদ্ধে যথাযথ ভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করবে সংশ্লিষ্টরা।