
মোঃ মাহবুব আলম , স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ
কুমিল্লা-১ আসনের সাবেক আ’লীগ এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুইয়া, তার স্ত্রী মাহমুদা আক্তার এবং পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছে সংস্থার একটি সূত্র। সূত্রটি জানায়, অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
উল্লেখ্য, সুবিদ আলী ভুঁইয়া রাজনীতিতে ‘সুবিধা আলী ভুইয়া’ নামেও পরিচিত। তিনি চাকরিতে থাকাকালে তৎকালিন বিএনপি সরকারের কাছ থেকে নানা রকম সুবিধা নিয়ে পরবর্তীতে শেখ হাসিনার মাফিয়া সরকারের এমপি হন।
দুদক সূত্র জানায়, সুবিদ আলী ভুইয়া ওরফে ‘সুবিধা আলী ভুঁইয়া’ এবং তার পরিবারের সদস্যরা ব্যক্তিগত ভাবে নিজের স্বার্থ কিছুই বুঝতেন না। স্ত্রী-পুত্র দু’হাতে রপ্ত করেছেন টাকা। সবেক এমপি সুবিদ আলী ভুইয়া, তার স্ত্রী এবং পুত্র ক্ষমতার অপব্যবহারের নানা ধরণের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। এর মধ্যে রয়েছে মেঘনা ও গোমতী নদীর বালু মহাল, টোলপ্লাজাসহ বিভিন্ন স্থান থেকে লঞ্চ টার্মিনাল ও বাস স্ট্যান্ড থেকে চাঁদাবাজি,লুটত