মোঃ তারিকুল ইসলাম তুহিন জেলা প্রতিনিধি মাগুরাঃ
বাবা আমাকে গাড়ি কিনে না দিলে আত্মহত্যা করব, তাই এক ছেলে আরাফাতের জেদের কাছে হেরে গিয়ে নৌবাহিনীর চাকুরী করা বাবা ছেলের শখের বাইক আর ওয়ান ফাইব বাধ্য হয়ে কিনে দেন মাস দুয়েক আগে
আজ ০৩/০৮/২৪ রোজ শনিবার সকালে বাইক নিয়ে ঘুরতে বের হয় দুই বন্ধু সহ আরাফাত।
মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এর সামনে বেপরয়া গতির বাইক ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে তিন বন্ধু আরাফাত, বাঁধন,রাজন গুরুতর আহত হলে স্হানীয় লোকজন তাদের কে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত মৃত্যুবরণ হয়। অপর দিকে বাঁধনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের স্হানান্তর করা হলে ফরিদপুরের মধুখালীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাঁধন কে মৃত্যু ঘোষনা করেন এবং রমজানের উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
আরফাত মাগুরা সদর উপজেলা জগদল ইউনিয়ন এর শেহলাডঙ্গা গ্রামের ফিরোজ হোসেন এর একমাত্র পুত্র ও বাঁধন একই ইউনিয়ন এর খোর্দ্দসোনপুর গ্রামের মনিরুল শিকদারের ছোট পুত্র এবং অপরজন রমজান মাগুরা সদরের বরুনাতৈল গ্রামের দূলর্ভ মোল্যার ছেলে। রমজান মাগুরা শহরের একটি মোটরসাইকেল গেরেজে কাজ করত বলে জানা যায়।