লোডশেডিং এর প্রতিবাদে রাজধানী মহাখালীতে বিএনপি পথযাত্রা ও সমাবেশ
দেলোয়ার হোসেন
দ্রব্যমূল্যের উদ্যগতি বিদ্যুতের লোডশেডিং জনজীবন অশনিও এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি )আজ (১৩ই জুন) রোজ মঙ্গলবার ঢাকা মহানগর সহ সারা দেশে বিক্ষোভ মিছিল পথযাত্রার সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন থাকেন দলটি , এরই অংশ হিসেবে আজ রাজধানী মহাখালী তাজউদ্দীন আহমেদ স্বরণির পূর্ব পাশে অস্থায়ী ট্রাকে মঞ্চ স্থাপন করে সমাবেশের আয়োজন করা হয় ৷দুপুর একটা নাগাদ থানা ওয়াড ইউনিট বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা পোস্টার ব্যানার নিয়ে ভাসমান বঞ্চের আশপাশে অবস্থান গ্রহণ করে ,এসময় মহাখালী শহীদ তাজউদ্দীন আহমেদ স্বরণির দুপাশে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় ৷উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য সাবেক মন্ত্রী জনাব মোঃ আমির খসরু চৌধুরী ,আমানুল্লাহ আমান আহ্বায়ক ঢাকা মহানগর (উত্তর) আমিনুল ইসলাম সদস্য সচিব ঢাকা মহানগর (উত্তর) ,আরো উপস্থিত ছিলেন বনানী থানার বিএনপির সভাপতি বিশ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ বিএনপির নেতা মিজানুর রহমান (মিজান), মিজানুর রহমান (বাচ্চু )সাবেক ছাত্রদল নেতা, মিজানুর রহমান আক্তার সভাপতি বিএনপি বিশ নং ওয়ার্ড আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক বিএনপি বিশ নং ওয়ার্ড আকবর হোসেন দপ্তর সম্পাদক বিশ নং ওয়ার্ড বিএনপি মোঃ ফজলু মিয়া বিশ নং ওয়ার্ড বিএনপি, তোফাজ্জল হোসেন বাচ্চু মিয়া বাবুল শেখ সহ বিএনপি অঙ্গ সংগঠন এর নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রংবেরঙের ফেস্টুন ব্যানার নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয় ৷ স্বল্পসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও তাদের অবস্থান ছিল সমাবেশ স্থল থেকে অনেক দূরত্বে ৷