মো: নুর ইসলাম সবুজ,
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ লোহাকুচি বিওপির সীমান্ত থেকে ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ ০১জন মাদক পাচারকারীকে আটক করেছে (বিজিবি) বাংলাদেশ বর্ডারগার্ড।
বিজিবি তার প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায়, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ এবং মাদক পাচার রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর ২০২৪ তারিখ (শনিবার )আনুমানিক ৪ টায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ লোহাকুচি বিওপি কমান্ডার এর সোর্স মারফত জানতে পারেন যে, লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯১৯/৯-এস এর নিকট দিয়ে মাদক পাচারকারীরা মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছেন, উক্ত সংবাদের ভিত্তিতে লোহাকুচি বিওপি কমান্ডারের নেতৃত্বে টহলদল আনুমানিক ৪:১৫ মিনিটে সীমান্ত পিলার ৯১৯/৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুলালী (থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট) নামক স্থানে ওঁৎ পেতে থাকে পরবর্তীতে আনুমানিক এবং ৪:৩০ মিনিটে বিজিবি টহলরত দল সোর্সের দেয়া তথ্য অনুযায়ী ০১ জন মাদক পাচারকারীকে আসতে দেখতে পেয়ে তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে টহলদল ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপ সহ তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদক পাচারকারী ব্যাক্তির নাম মোঃ ফজর আলী (৩৫), পিতা-মোঃ আজাহার আলী, গ্রাম-দুলালী, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ কালীগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র’ ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মাদক চোরা চালান সহ যেকোনো সীমান্ত অপরাধ দমনে বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে। এবং সীমান্ত অপরাধ কমাতে সর্বস্তরের জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি।