
মো:নুর ইসলাম সবুজ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় সড়কের পাশে পড়েছিল একদিন ধরে নিখোঁজ বৃদ্ধ রমজান আলীর (৬৫) মরদেহ উদ্ধার করছে পুলিশ।
বুধবা(১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত রমজান আলী ওই ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি গত মঙ্গলবার ধরে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি বৃদ্ধ রমজান আলী। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারনা রাতে পথ চলতে গিয়ে হয়তো হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, মরেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ না দিলেও ঘটনার তদন্ত চলছে।