মো: নুর ইসলাম সবুজ
লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনের ধাক্কায় লিয়ন ইসলাম (১৬) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেল রুটের আদিতমারী উপজেলার মমিনের গ্যারেজ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়ন আদিতমারী রেলওয়ে স্টেশন এলাকার রাশেদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে রেল লাইনের ধারে ঘোরাফেরা করছিল প্রতিবন্ধী কিশোর লিয়ন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী বুড়িমারী কমিউটার লোকাল ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
ADVERTISEMENT
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0