মো: নুর ইসলাম সবুজ
লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় ডোবার পানিতে ডুবে শিহাব হোসেন শাকিল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিহাব হোসেন শাকিল ওই উপজেলার মিন্টু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের গাছ বাগানে সহপাঠীদের সাথে খেলছিল শিহাব, খেলতে খেলতে ডোবার কাছে গেলে এক সময় সেই ডোবায় পড়ে যায়। এমতাবস্থায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পরেও না পেলে ডোবার পানিতে শিহাবের মরদেহ ভাসতে দেখে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ-বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ারুল হক বলেন, ডোবার পানিতে পড়ে শিহাবের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
এ-বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাদুন্নবী বলেন, মৃত্যুর ঘটনাটি জানা নেই, পরিবারের অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।