শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

লালমনিরহাটের গাল গাইডসের ১৫ সদস্যদের টীম শ্রীলঙ্কা গেছেন

Logo
Desk Report 2 সোমবার, ১৯ ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ণ

মো:নুর ইসলাম সবুজ,
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

সেলোনা ২০২৪ ইন্টারন্যাশনাল ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ১৫ সদস্যের একটি দল শ্রীলংকা গেছেন। শ্রীলংকা গার্ল গাইডস এসোসিয়েশনের আয়োজনে- সেলোনা ২০২৪ ইন্টারন্যাশনাল ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ১৫ সদস্যের একটি দল রবিবার দুপুরে শ্রীলংকার উদ্যোশে রওনা দেন।

আগামীকাল শুরু হয়ে এ ক্যাম্প ২৩ আগষ্ট শেষ হবে। লালমনিরহাট জেলা গাইড কমিশনার সরমিন আরা হক বীথির নেতৃত্বে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের অন্যান্য সদস্যরা হলেন, ফাইমা খাতুন, ফাতেমা শারমিন রিক্তা, আউয়ালুন্নাজাত, মোছা. শিরিন বানু, মোছা. মাহবুব আরা, আছমা আকতার, তিথি দে,রোজি আক্তার, মেহেরুন নেছা,চৈতি পাইক, সাদিকা আলম, বীনা দেবনাথ,সামামা ইসলাম ও মুনতাকা আল মাহি মাইশা।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের এ দলটি ক্যাম্প শেষে ২৫ আগষ্ট দলটি শ্রীলংকা থেকে বাংলাদেশের উদ্যেশে রওনা দিবেন।বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী তানজিনা বিনতে মোশারফ এ তথ্য নিশ্চিত করেছেন।

ADVERTISEMENT

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপির …

জুনায়েদ কামাল,  স্টাফ রিপোর্টার: জমিদার হাঁটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সভাপতির দোকান ভিটে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে …

এম এম জসিম উদ্দিন শরীয়তপুর প্রতিনিধি   আজ মহান ১০ শে মাঘ, ২৪ জানুয়ারি। মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ সুফি সৈয়দ …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ শীতের এ সময় চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি থাকায় পড়ে গেছে সবজির দাম। এতে ক্রেতার মধ্যে …