
বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। ৩১ শয্যার জনবলে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স।
চিকিৎসক ও দক্ষ জনবলের অভাবে রোগীরা পাচ্ছেন না তাদের কাঙ্খিত সেবা। ২০১৭ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও মেলেনি ৫০ শয্যার জনবল ও সরঞ্জামাদি। ফলে লোকবল সংকটের কারণে কর্তব্যরত অল্প সংখ্যক ডাক্তার-নার্স চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন।
হাসপাতালটিতে শূণ্য পদ রয়েছে জুনিয়র কনসালটেন্ট (গাইনি এন্ড অবস) ১ টি, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ১ টি, জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) ১ টি, জুনিয়র কনসালটেন্ট (ইএনটি) ১ টি, জুনিয়র কনসালটেন্ট (অফথামোলজি) ১ টি, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ১ টি, জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ১ টি, সহকারী সার্জন /সমমান ৪ টি, মেডিকেল অফিসার ১ টি ও সিনিয়র স্টাফ নার্স ২১ টি। এছাড়াও মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) ১ টি, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) ২ টি, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) ১ টি, মেডিকেল টেকনোলজিস্ট (এসআই) ১ টি, মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ১ টি, উপসহকারী মেডিকেল অফিসার ১ টি, প্রধান সহকারী ১ টি, হেলথ এডুকেটর ১ টি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ২ টি, কার্ডিওগ্রাফার ১ টি, স্বাস্থ্য সহকারী ৪ টি, হারবাল সহকারী ১ টি, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর ১ টি, নিরাপত্তা প্রহরী ১ টি, অফিস সহায়ক ১ টি, পরিচ্ছন্নতা কর্মী ২ টি, ওয়ার্ড বয় ২ টি পদ শূণ্য রয়েছে। সরেজমিনে দেখা গেছে, হাসপাতালটিতে উপজেলার দূর্গম এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। কিন্তু প্রয়োজনের তুলনায় চিকিৎসক, নার্স, বিশেষজ্ঞ চিকিৎসক পদ দীর্ঘদিন শূণ্য থাকায় প্রতিনিয়ত রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ সার্জারি, চর্ম ও যৌন কনসালটেন্ট নেই। কাগজে কলমে ২টি এ্যাম্বুলেন্স থাকলেও পুরাতন একটি এ্যাম্বুলেন্স দিয়ে চলছে জরুরি রোগী পরিবহনের কাজ। এ ব্যাপারে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা জানান, ‘প্রচুর লোকবল সংকট রয়েছে। বান্দরবান জেলার সবচেয়ে বেশি লোকজনের বসবাস এই উপজেলায়। ডাক্তারসহ প্রয়োজনীয় নার্স-কর্মচারীর চাহিদা আমরা দিয়ে থাকি কিন্তু পাচ্ছি না। তবু আমরা রোগীদের চাহিদা মাথায় রেখে সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। চিকিৎসকসহ জনবল ও অন্যান্য সমস্যা থকার পরও আমরা রোগীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। চিকিৎসক ও জনবলসহ নানা সমস্যার কথা যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদফতর বরাবর চাহিদাপত্র পাঠিয়েছেন। আশা করি শিগগিরই এসব পদে নিয়োগ দেয়া হবে। শূন্য পদগুলো পূরণ হলে আমরা সঠিকভাবে রোগী সাধারণকে উন্নত সেবা দিতে সক্ষম হবো। প্রায় তিন লক্ষ মানুষ অধ্যুষিত লামা উপজেলায় চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি উঠেছে। এই ব্যপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসু হস্তক্ষেপ কামণা করেছেন বৃহত্তর লামাবাসী।