সিনিয়ার রিপোর্টার-লামা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ ভোট কেন্দ্র সমূহের এজেন্ট থেকে পূর্ব পরিকল্পিতভাবে স্বাক্ষর নিয়ে ভোট গণনা ও ফলাফলে কারচুপির ও ভোট পুনঃগণনার অভিযোগ উঠেছে। ৬ষ্ঠ লামা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (২য় পর্বে) এর চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাকের হোসেন মজুমদারের মোটর সাইকেল প্রতীকের নির্বাচনী এজেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন ২৩ মে বৃহস্পতিবার দুপুরে রিটার্নিং অফিসার বরাবর এই অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়,’৬ষ্ঠ লামা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (২য় পর্বে) এর গত ২১ মে ২০২৪ ইং তারিখে সরকার দলীয় ছাত্র সংগঠনকে নিয়ে বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, লামা পৌরসভার মেয়রসহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বারেরা ভোট কেন্দ্র জোর পূর্বক জবর দখল করে টাকার বিনিময়ে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীকে টাকার বিনিময়ে জিম্মি করে ভোট কেন্দ্রের বুথের এজেন্টদের থেকে মিথ্যা মামলা হামলা ও গ্রেপ্তারের ভয়ভীতি প্রর্দশন করে। এজেন্টদের দন্তখত নিয়ে ভোট গণনার সময় অনিয়ম ও কারচুপি করে আমার প্রার্থী বিজয়ী হওয়া সত্ত্বেও পরাজিত করার জন্য ফলাফল কারচুপি করেছে। ভোট কারচুপি ও ফলাফল কারচুপির বিস্তারিত প্রমাণাদি আমার কাছে রয়েছে। এমতাবস্থায় লামা উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর লামা উপজেলার ৪১ টি ভোট কেন্দ্রের মধ্যে আপাতত: সরই, গজালিয়া, ও লামা সদর ইউপির ভোট কেন্দ্রে সমূহের ফলাফল জালিয়াতি হওয়ায়, পুনরায় ভোটের ব্যালট তল্লাশীসহ প্রচারিত ফলাফল পুনঃগণনার জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেন।