বান্দরবানের লামায় সাধারণ গাছ ব্যবসায়ী ও বাগান মালিক পক্ষের সংবাদ সম্মেলনের প্রতিবাদে চার ঘন্টার ব্যবধানে আরেকটি সংবাদ সম্মেলন করেছেন ওমর ফারুক (বেচু)। এর আগে বেলা ১১টায় সাধারণ গাছ ব্যবসায়ী ও বাগান মালিক পক্ষে ওমর ফারুকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। বিকেল ৩টায় ওমর ফারুক বেসু তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি ও প্রতিবাদ করে পাল্টা সংবাদ সম্মেলন করেন। ২৯ সেপ্টেম্বর বিকেল তিন টায়
সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, “লামা জোত মালিক কর্তৃক অবাধ কাঠ ব্যবসা চালু রাখার জন্য আমি মোঃ ওমর ফারুক ও আমার ছেলেকে হত্যা করে তাদের ব্যবসা চালু করার জন্য বিগত ২৬/০৯/২০২৪ইং জোত মালিক সমিতির অফিসে গভীর রাতে মিটিং করে আমাকে প্রাণে মেরে ফেলবে বলে ষড়যন্ত্র করে। গত ২৮/০৯/২০২৪ইং তারিখ টিটিএন্ডডিসির কাঠ ব্যবসায়ী/কিছু সংখ্যক সন্ত্রাসীরা আনুমানিক বিকাল ৩.৩০ ঘটিকার সময় কুটুমবাড়ি রেস্টুরেন্ট এর সামনে আমাকে প্রাণ নাশের উদ্দ্যেশে মারধর করে। একপর্যায়ে সেখান থেকে সন্ত্রাসী কায়দায় আমাকে তুলে নিয়ে লামা উপজেলা পরিষদের সম্মুখে প্রধান সড়কে আসলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করেন। তার কিছুক্ষণ পরে লামা কলা বাজারে আমার ছেলেকে মারধর করে জোত মালিক সমিতির কিছু সংখ্যক সদস্যরা। লামা জোত মালিকের ব্যবসা যদি বৈধ হয় তাহলে লামা বন বিভাগ কেন তাদের ব্যবসা হস্তক্ষেপ করবে। তারা বিগত ১৫/১৬ বছর ধরে লামা ফরেস্ট অফিসকে সৈরাচারী শেখ হাসিনার মনোভাব নিয়ে লুটপাট ও অবৈধ ব্যবসা করতেন লামা জোত মালিক সমিতি। আমাকে ও আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে যেহেতু নেতৃত্ব দেন (হারুন, সেলিম, খোকন, বাবুল, শামসু, ফতেহ আলী আরো সমিতির অন্যান্য সদস্যরা)। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় এই যে, অদ্য ২৯/০৯/২০২৪ইং বেলা ১১.০০ ঘটিকায় লামা প্রেস ক্লাব হলরুমে লামা জোত মালিক সমিতি কর্তৃক আমার বিরুদ্ধে লামা উপজেলার সাধারণ গাছ ব্যবসায়ী ও বাগান মালিক পক্ষে সংবাদ সম্মেলনে সরকারি রিজার্ভের গাছ খেকো, অসখ্য বন মামলার আসামী, অবৈধ গরু ব্যবসায়ী, সেনাবাহিনী-বন বিভাগের নামধারী কথিত সোর্স ও চাঁদাবাজ, আখ্যায়িত করায় উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও বানোয়াট মানহানিকর ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করায়, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ওমর ফারুক বেসু। এসময় তার স্বজন শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।