
পার্বত্য বান্দরবান আলীকদম জোনের আওতাধীন লামা ইয়াংছা ক্যাম্পের বনপুর এলাকায় অর্ধ দিনব্যাপী বিনামূল্যে সিকিৎসা সেবা ওষুধ বিতরণ করা হয়েছে। ১৫ অক্টোবর (মঙ্গল বার) সেনাবাহিনী আলীকদম জোন কর্তৃক সিকিৎসা সেবাটিম পরিচালনা করেন ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম, এএমসি (আরএমও, ৩১ বীর)। এতে স্থানীয় প্রান্তিক উপজাতি ও বাঙালি মিলে মোট ৩৬০ জন রোগি বিনামূল্যে সিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম জোনের প্রতিটি ক্যাম্পের আওতায় অন্যান্য মানবিক সেবা অব্যাহত রেখেছেন।