বান্দরবানের লামায় শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধনকালে শুভেচ্ছা বক্তব্যে আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল শওকাতুল মোলায়েম পিএসসি বলেন, উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে আইন শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহোগিতা করছে। ৯ অক্টোবর (বুধবার) রাত আটটায় লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনায় অন্যদের মাঝে বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য। আলোচনা শেষে জোন কমান্ডার মণ্ডপ পরিদর্শন করে কমিটির কাছে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় ৩১ বীর (জোন) উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন পিএসসি উপস্থিত ছিলেন, গজালিয়া ক্যাম্প কমান্ডার (লামা সাবজোন) ক্যাপ্টেন্ট আসাদ, লামা চাম্পাতলী আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম শেখ, লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হীরুসহ সনাতনী ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে জোন কমান্ডার মেরাখোলা পূজা মণ্ডপ পরিদর্শন ও নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে এ বছর পূজা উদযাপনের নানান দিক দেখা শুনার পাশাপাশি সার্বিক সহযোগিতার জন্য লামা সনাতনধর্মের মানুষ আলীকদম জোনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।