
মোঃ কামরুজ্জামান
লামা (বান্দরবান) সংবাদদাতা:
লামা উপজেলায় ভূয়া জন্মসনদ তৈরি করার অপরাধে এক ইউপির সদস্যকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে লামা নির্বাহী ম্যাজিস্টেট।
১৭ ফেব্রুয়ারি সোমবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার বিবরণে প্রকাশ, সরই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুল জব্বার ভূয়া জন্মসনদ তৈরি করে তার স্ত্রীকে হালনাগাদ
ভোটার করার চেষ্টা করেন। বিষয়টি প্রমানিত হওয়ায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ২ (২) ধারা মোতাবেক আব্দুল জব্বার মেম্বারকে মোবাইল কোর্ট করে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মঈন উদ্দিন।