পার্বত্য চট্রগ্রাম মন্ত্রনালয়। যে মন্ত্রণালয় পিছিয়েপড়া জনগোষ্টী ও পাহাড়ের অবকাঠামো উন্নয়নে কাজ করেছে।
১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়। এই মন্ত্রণালয় গঠনে সরকারের লক্ষ্য হচ্ছে,
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতির জন্য অবকাঠামোসহ অন্যান্য খাতসমূহে সুষম উন্নয়ন করা। জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে থাকে’। কিন্তু এক শ্রেণির জনপ্রতিনিধিরা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য শস্য লোপাট করে নিজেদের উন্নয়ন করেছে। শুধু লামা উপজেলায় শত শত মেট্রিক টন চাল-গম কাজ না করে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
কাগজে প্রকল্প বাস্তবায়ন দেখিয় এ সব চাল-গম আত্মসাৎ সবাই কিছুটা কম করলেও লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোটেও কাজ করান নাই বলে জনগনের অভিযোগ আছে। এই দুর্নীতি, লুটতরাজের সর্ব শেষ সংযোজন হচ্ছে,
বিগত মেয়াদে সর্ব শেষ পার্বত্য বান্দরবান জেলা পরিষদ এর অধীনে গৃহীত বিশেষ কর্মসূচীর আওতায় লামায় ১৫টি প্রকল্পের বিপরীতে জিও নং- ৪৫৮, তারিখ- ২৩/০৮/২০২৩ ইং এক শ্ মেট্রিক টন চাউল ও ৫০ মেট্রিক টন গম বরাদ্দ হয়।
তথ্য বলছে, সর্বশেষ এই বরাদ্দের পুরোটাই আত্মসাৎ করে উপজেলা পরিষদ নির্বাচন-২৪ এ খরচ করা হয়েছে। গৃহীত ১৫টি বিশেষ প্রকল্পের সভাপতি যাদের করা হয়েছে; তাদের একজনের সাথে কথা বলে এবং প্রকল্প এলাকা ঘুরে জানাগেছে ভয়াবহ এই লোপাট এর খবর। স্থানীয়দের শান্ত করতে, অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যপারে ব্যবস্থ্য নেয়ার দাবি করছেন সুশীল সমাজ।