পার্বত্য লামায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন আলীকদম ৫৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি। ০৩ অক্টোবর (বৃহস্পতিবার) লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি লামা উপজেলায় অবস্থিত পূজামন্ডপসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক ৮টি পূজামন্ডপের সভাপতি, সদস্যবৃন্দ ও ম্যানেজিং কমিটির সাথে কুশলাদি বিনিময় ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিঁনি দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। একইদিন তিঁনি লামা উপজেলা প্রশাসক-নির্বাহী অফিসার, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট অন্যান্য এজেন্সি, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় করেন। কর্নেল আকিব জাবেদ পিএসসি বলেন, শান্তিপূর্ণভাবে পুজা উদযাপনে বিজিবি সক্রিয় সহযোগিতা করবে।