বান্দরবানের লামা উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়ন ইয়াংছা বাজারে অগ্নিকান্ডে আট দোকান এক বসতঘর পুড়ে গেছে। এতে তিনজন আহত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বাজারস্থ ইয়াংছা জেদ্দা বাজার সড়কের পশ্চিমদিকে গলিতে দোকানে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে এনায়েত ওয়েলস অকটেন দোকান, লিটনের বসত ঘরে, ইউসুফের ঝাল মুড়ির দোকান। মোঃ আমির এর ভাই ভাই রেষ্টুরেন্ট, মোঃ আজিজ হোমিও প্যাথিক দোকান, মো কালুর মুরগীর দোকান, মোঃ কাশেমের দোকান, সুজন কর্মকার সেলুন ও
সাহাব উদ্দিনের সারের দোকান পুড়ে যায়। নির্ভরযোগ্য সূত্রে ক্ষয়ক্ষতির পরিমান জানাযায়নি। ধারণা করা হচ্ছে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হতে পারে। অগ্নিকান্ডে আহত স্থানীয় তিনজনকে চমেক নেয়া হয়েছে বলে জানাগেছে। এর আগে আগুন লাগার সাথে ইয়াংছা ক্যাম্পের সৈনিকরা এর পর লামা ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, নির্বাহী অফিসার শান্তুনু কুমার দাশ, ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যবসায়ীরা জানান, তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, কেউ কেউ জানিয়েছেন, চায়ের দোকান থেকে আগুনের উৎপত্তি।