শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

লামায় কোয়ানটাম কর্তৃক পানি চলাচল পথ বন্ধ করায় রাস্তা ভেঙে জন চলাচলে দুর্ভোগ

Logo
sorejomink2020@gmail.com শনিবার, ১৪ ২০২৪, ১২:১৮ অপরাহ্ণ

লামা ক্যায়াজুপাড়া-লুলাইন সড়কে পানি চলাচল পথ বন্ধ করে স্থাপনা নির্মানের খেসারত দিচ্ছে স্থানীয়রা। সরকারি কালভার্ট দিয়ে পানির প্রবাহ রোধ করার ফলে কার্পেটিং সড়ক ভেঙে জন চলাচল চরমভাবে ব্যহত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ হচ্ছে, কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম আর লোলুপতার কারনে এই বেহাল দশা। ১২ সেপ্টেম্বর রাত থেকে টানা বৃষ্টিতে খাল বিল ছড়া নালা ভরে যায়। পানি যাওয়ার স্বাভাবিক পথ বন্ধ করে দেয়।
এর আগে কোয়ান্টাম ফাউন্ডেশন সেখানে সরকারি রাস্তার পাশে কালভার্ট ও পানি চলাচলের ঝিরি দখল করে একটি বৃদ্ধাশ্রমের জন্য অবকাঠামো নির্মাণ করেন।
যার ফলে পাহাড় থেকে গড়িয়ে আসা পানি চলাচল রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়ে সড়ক ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাতায়তে চরম দুর্ভোগে পতিত স্থানীয়রা জানায়, কোয়ান্টাম ফাউন্ডেশন কোনো পরিকল্পনা ছাড়াই যা ইচ্ছে তাই করছেন। তাদের বেশির ভাগ কার্যক্রম বিধিবিধানের তোয়াক্কা না করে পরিচালিত হচ্ছে। পাহাড় কর্তন, পানি প্রবাহের প্রাকৃতিক গতিরোধসহ পরিবেশ বিদ্ধেষী এরকম অনেক কাজে তারা অনিয়ন্ত্রিত।
কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের মাধ্যমে খেলাধুলা, বনায়ন কাজে পুরুস্কৃত হয়ে বেশ সুনাম কুড়ালেও সামাজিকভাবে নানান বিতর্কও রয়েছে তাদেরকে নিয়ে।
স্থানীয়দের অভিযোগ যে, জনহিতকর কাজের আড়ালে এই প্রতিষ্ঠানটি পার্বত্য লামা উপজেলার ডলুছড়ি মৌজায় কয়েক হাজার জমির মালিকানা অর্জন করেন।
এর ফলে সেখানে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভূমি মালিকানার ভারসাম্য নষ্ট হয়েছে। একই ভাবে সরকারি লীজপ্রাপ্ত উদ্যাক্তাদের সাথে নানান মুখী কৃত্রিম সমস্য বাসা বাধে। এই বাস্তবতায় স্থানীয়রা দাবি করছেন যে, কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ন্ত্রিত লাগাম টেনে ধরার এখনই চুড়ান্ত সময়। এইসব বিষয়ে জানতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লামা ইনচার্জ মোঃ পারভেজ এর সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নাই।

ADVERTISEMENT

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯ নং ওয়ার্ড বিএনপির …

জুনায়েদ কামাল,  স্টাফ রিপোর্টার: জমিদার হাঁটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ইউনিয়ন সভাপতির দোকান ভিটে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে …

এম এম জসিম উদ্দিন শরীয়তপুর প্রতিনিধি   আজ মহান ১০ শে মাঘ, ২৪ জানুয়ারি। মাইজভান্ডারি তরিকার প্রবর্তক গাউসুল আজম শাহ সুফি সৈয়দ …

তানজির আহমেদ সাকিব, কালাই উপজেলা প্রতিনিধিঃ শীতের এ সময় চাহিদার তুলনায় সবজির সরবরাহ বেশি থাকায় পড়ে গেছে সবজির দাম। এতে ক্রেতার মধ্যে …