
লামা (বান্দরবান) সংবাদদাতা:
লামায় সাংবাদিক ও বিভিন্ন পেশা ও দাপ্তরিক প্রধানদের সাথে উপজেলা নব যোগদানকৃত নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৩ ফেব্রুয়ারি সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিক, দাপ্তরিক প্রধানসহ লামার বিভিন্ন পেশার মানুষের সাথে মতবিনিময় ও পরিচিত হন। পৃথক পৃথক মতবিনিময়কালে এলাকার সার্বিক বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনময় সভায়, লামার পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বসহকারে উঠে আসে।
সাংবাদিকরা বলেন, সম্প্রীতি নিরাপত্তার ক্ষেত্রে পাহাড়ী উপজেলা লামার দীর্ঘ লালিত ঐতিহ্য রয়েছে । সাম্প্রতিক সময়ে বিশেষ করে ৫ আগস্টের পর এই ঐতিহ্যে ফাটল ধরেছে। নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার পরিবেশ রক্ষার অভিযানগুলো জনবান্ধব হওয়াসহ আইন শৃঙ্খলার উন্নয়ন হবে। পর্যটনের সম্ভাবনাকে উৎসাহিত করে, উপজেলা প্রশাসনের তত্বাবধানে থাকা মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্সকে সচল করাসহ অনেকগুলো তথ্য উপস্থাপন করেন। সাংবাদিকরা বলেন, এই এলাকার প্রকৃতি ধ্বংস ও সম্পদ লুট করে নিচ্ছে, পাশ্ববর্তী চকরিয়া ও লোহাগাড়ার কিছু মানুষ। নদীর চর, সেচযোগ্য ভূমিতে তামাক নিয়ন্ত্রণ পর্যায়ক্রমে বন্ধ করা দরকার। এলাকায় তামাকের যে ভয়াল আগ্রাসন, যা অনেকগুলো ইটভাটার চেয়ে বেশি ক্ষতি করছে। লামা-আলীকদম চকোরিয়া সড়কের চকোরিয়া অংশে ছিনতাই ডাকাতি রোধ করতে কক্সবাজার ও বান্দরবান পুলিশ যৌথ উদ্যােগে স্থায়ী নিরাপত্তা চৌকি বসাতে হবে। জোত পারমিটের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার কথা বলা হয়। শত শত তামাক চুল্লীতে লাকড়ি জালানোর ফলে সবুজ পাহাড় ন্যাড়া হচ্ছে। সাংবাদিকরা আরো বলেন, লামায় চোরাইকৃত ভাড়া মোটর সাইকেলের বেপরোয়া ছড়াছড়ি নিয়ন্ত্রণ করা হচ্ছে না। টমটম সিনএনজির যানঝট নিরসন করা দরকার। ব্যাংক ঋণে সৃজিত রাবার বাগানের গাছ কর্তন করে রাবার শিল্প ধ্বংস করছে লিজ হোল্ডারগন। লামা শহরককে বন্যামুক্ত করতে ঊধ্বর্তন কর্তৃপক্ষের আনতে বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, লামা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া। সাংবাদিরা আরো বলেন, উন্নয়ন দীর্ঘস্থায়ী করতে হলে শিক্ষা বিভাগের প্রতি নজর দেয়া দরকার। মহিলা কলেজের কর্মকান্ড বেগবান করাসহ শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দক্ষ ও মেধাভিত্তিক সমাজ গড়তে হবে বলে জানান সাংবাদিকরা। কর্মসংস্থানহীন জনপদে পরিবেশ ঠিক রাখা কষ্টসাধ্য বলে উল্লেখ করা হয়। মতবিনিময়কালে নির্বাহী অফিসার বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তিনি বলেন, ‘আপনাদের দৃষ্টি দিয়ে আমার দেখা হবে। বর্জ্য ব্যাবস্থাপনা নিশ্চিত করণ, পরিবেশ রক্ষা করে পর্যটনের উন্নয়নে প্রশাসন সহযোগিতা করবে। পরিবেশ বিদ্বেষী কাজগুলো রোধ করতে সম্মিলিত উদ্যােগ নিতে হবে। সবাই মিলে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবো। আপনাদের নজরে আসা অসঙ্গতিপূর্ণ বিষয়গুলো আমাকে জানাবেন। যতদিন থাকবো লামাবাসীর সেবা করবো’। তিনি সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করার আহ্বান জানান। এর আগে সকাল সকাল ১০টায় উপজেলার দাপ্তরিক প্রধানদের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় করেন। বিকেল তিনটায় তিনি বীর মুক্তিযোদ্ধা, ধর্মীয় প্রধান ও ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশাত্মবোধ লালন করে সবাই মিলে লামাবাসীর উন্নয়ন
করবো।