
লামা (বান্দরবান) সংবাদদাতা:
বান্দরবানের লামায় ২৫ জন রাবার শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়েগেছে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি এলাকায় এ অপহরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সূত্রে প্রকাশ, শনিবার রাতে মুরুং ঝিরির একটি রাবার বাগান থেকে ২২ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী। অপহৃত শ্রমিকরা হচ্ছে, মোঃ ফারুক, মোঃ আইয়ুব, মোঃ সিদ্দিক, মোঃ আব্দুল খালেক, মনিরুল ইসলাম, জিয়াউর রহমান, মোঃ মোবারক, মোঃ হারুন, রমিজ উদ্দিন, সৈয়দ নূর, মোঃ কায়ছার, মোঃ মনির হোসেন, মোঃ ইমরান, মঞ্জুর, আফছার আলী, মোঃ খাইরুল আমিন, মোঃ আবু বক্কর, মোঃ আবদুর রাজ্জাক, মোবিনসহ আরও অজ্ঞাতনামা আরো পাঁচজন। অপহৃতরা সবাই মোঃ ফোরকান, নূর উদ্দিন, আহসান উল্লাহ, মোঃ হুমায়ুন, মোঃ আজিজুল হক, আবুল কালামের রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা জানান। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ৩টার দিকে শ্রমিকদের অপহরণের খবর পান তারা। অপহৃতদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।