লামায় অসুস্থ্য রিক্সা শ্রমিকের পাশে বিএনপি নেতা আইয়ুব আলী কোম্পানি। তার এই সহমর্মিতায় অসুস্থ শ্রমিক মোঃ শিপন এর পরিবার পেলেন আপদকালীন সেবা। স্প্রতি প্রান্তিক এই রিক্সা শ্রমিক অসুস্থ হয়ে লামা হসপিটাল ভর্তি হন। খবর পেয়ে দেখতে যান, বৃহত্তর লামা উপজেলার বিগত ৯০’র দশকে রাজপথ কাঁপানো ছাত্রদল নেতা আইয়ুব আলী কোম্পানি। শ্রমিক বান্ধব এই নেতা লামার কিংবদন্তি প্রথম উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী মিয়ার সুযোগ্য সন্তান। বান্দরবানের একটি জনবহুল বাঙালি অধ্যুষিত উপজেলা পার্বত্য লামা। এই উপজেলা মহুকুমা থাকাকালে প্রথম শ্রমিক সংগঠন ‘ লামা রিক্সা সমিতি’। সময়ের চাহিদা পূরণে রিক্সার ধরণ পাল্টালেও পেশা পাল্টাইনি বহু প্রান্তিক মানুষের। এক সময় এই সংগঠনটির জৌলুশ ছিল। এর ফলে বান্দরবান বাজার ফান্ড প্রশাসন সংগঠনের নামে বর্তমান পৌর শহরে প্লট বরাদ্দ ও স্থাপনা করে দেন। পরিবর্তনের হাওয়ায় পুরাতন অনেক রিক্সা শ্রমিকের চেহারার বর্তমান রুপ সাংগঠনিক রাজনৈতিক নেতা। তাদের কেউ কেউ অতীত সহকর্মিদের ভুলে গেছেন।
তবে সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও সগঠনের উপদেষ্টা মোঃ আইয়ুব আলী কোম্পানি বৈশিষ্ট্যগতভাবে সব সময় শ্রমিকদের পাশে থাকে। বুধবার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রিক্সা শ্রমিককে দেখতে গিয়ে পাঁচ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন বিএনপির এই নেতা।