হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
শনিবার (১৪ ডিসেম্বর) কুমিল্লা ৯ (লাকসাম – মনোহরগঞ্জ) এর সাবেক সংসদ সদস্য কর্ণেল অব. এম, আনোয়ারুল আজিমের নির্দেশে লাকসাম মুদাফরগঞ্জ উত্তর বিএনপি আয়োজিত কাঁঠালিয়া স্কুল এন্ড কলেজ মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব সফিকুর রহমান সফিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন। তাঁর অবদান এ জাতি কখনো ভুলবে না। তাঁরই হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
তিনি বলেন, বিএনপিকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। অনেকে তারেক রহমানের নাম বিক্রি করে নিজেরা অপকর্ম করছেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান তারুণ্যের অহংকার, একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তিনি কোন অন্যায়কে প্রশ্রয় দেন না।
যারা তাঁর নাম বিক্রি করে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, নমিনেশনের বিষয়ে অপপ্রচার করছেন, তারা ঠিক করছেন না। তাদের বিষয়ে সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
সফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতি আজ দুই ভাগে বিভক্ত। একদিকে রয়েছে ত্যাগীদের কাফেলা, আরেকটি হলো- দুর্নীতিবাজ ও লুটেরা চক্রের অনুসারী। কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে বিএনপি’র কান্ডারী সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিম একজন স্বচ্ছ রাজনীতিবিদ। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। লাকসাম-মনোহরগঞ্জের মাটি আনোয়ারুল আজিমের ঘাঁটি। তাঁর নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি এগিয়ে যাবে।
কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লাকসামে গুম হওয়া বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরুর সুযোগ্য সন্তান রাফসান ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আরো উপস্থিত ছিলেন লাকসাম থেকে গুম হওয়া আরেক বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজ এর পুত্র শাহরিয়ার কবির রাতুল।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মদ জসিম উদ্দিনসহ লাকসাম উপজেলা ও পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে মুদাফ্ফরগঞ্জ উওর ৪ নং আউশপাড়া, কাঠালিয়া ও নাগঝাটিয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।