সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত ১১ সাংবাদিককে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান

Logo
Desk Report 2 শনিবার, ০৭ ২০২৪, ৭:৪৮ অপরাহ্ণ

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

লাকসাম প্রেস ক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত এগারো সাংবাদিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) লাকসাম প্রেস ক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ভাষা সৈনিক প্রয়াত আবদুল জলিল, সদস‍্য কমরেড প্রয়াত জিন্নতের রহমান, সদস‍্য প্রয়াত শহীদ উল্ল‍্যাহ মানিক, আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত আবদুল হাই মঞ্জু, সদস‍্য প্রয়াত সিরাজুল ইসলাম রাহী মিনু, সহ-সভাপতি প্রয়াত আবুল বাশার খান, সদস‍্য প্রয়াত করুণ কুমার দেব রায়, সদস্য প্রয়াত হুমায়ুন করিব হিমু, সদস‍্য প্রয়াত মোহাম্মদ সামছুল করিম দুলাল, সদস‍্য প্রয়াত সনম সাহা, সদস্য প্রয়াত ইউসুফ জাঈদকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রয়াত ওই সাংবাদিকদের মরনোত্তর সম্মাননা স্মারক গ্রহণ করেন স্ব-স্ব পরিবারের সদস‍্যরা।
প্রয়াত ওই সাংবাদিকদের স্মরণে লাকসাম প্রেস ক্লাব সম্মাননা স্মারকের মাধ‍্যমে প্রয়াতদের সম্মান জানানোয় পরিবারের সদস‍্যরা লাকসাম প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

এসময় লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, সদস‍্য আবদুল মতিন, কামরুল ইসলাম, আহ্বায়ক মনির আহমেদ, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন, সদস্য সচিব ফারুক আল শারাহ লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে বলেন, ১৯৮৫ সালে লাকসাম প্রেস ক্লাব নামে সর্বপ্রথম সাংবাদিক সংগঠন প্রতিষ্ঠা করেন ভাষা সৈনিক আবদুল জলিল। তাঁর নেতৃত্বে তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত আজকের এই লাকসাম প্রেস ক্লাব একঝাঁক নবীন-প্রবীণ সাংবাদিকদের নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে তৎকালীন সময়ের সাংবাদিক যাঁরা আজ আমাদের মাঝে বেঁচে নেই, তাঁদের অবদান আমরা কখনো ভুলতে পারবো না। আমরা তাঁদের অবদান ভুলিনি বলেই আজ তাঁদের স্মৃতি আমাদের হৃদয়ে ধারণ করে এবং তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের এই আয়োজন। প্রয়াত ওই প্রবীণ সাংবাদিকরা যুগযুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তাঁরা থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের মনের গভীরে।

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …