বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫

লাকসাম পৌর কনফারেন্স হলে স্টেকহোল্ডার ম্যাপিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

Logo
Desk Report 2 বুধবার, ০৪ ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ণ

হামিদুল ইসলাম,

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

মঙ্গলবার (৩ ডিসেম্বর) লাকসাম পৌর কনফারেন্স হলে ‘পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট কমিউনিটি নিয়ে স্টেকহোল্ডার ম্যাপিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়৷
এতে অংশগ্রহন করেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র, সাংবাদিক এবং নিন্ম আয়ের মানুষ স্টেকহোল্ডার৷
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সম্ভাব্য ক্ষতির সম্মুখীন নিম্নআয়ের জনগোষ্ঠীদের অভিযোজন ক্ষমতা বাড়াতে গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অর্থায়নে এবং সেইভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায়, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এ ওয়ার্কশপের আয়োজন করে।
এই ওয়ার্কশপের প্রধান উদ্দেশ্য ছিল প্রকল্পের সাথে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণ প্রকল্পের কার্যক্রম গুলো বাস্তবায়নে কি ভূমিকা বা দায়িত্ব পালন করবে এবং তাদের দক্ষতা গুলো কিভাবে প্রকল্পের কাজে ব্যবহার করবে তা নির্ধারণ করা।
পৌরসভার হিসাবরক্ষক ও ভারপ্রাপ্ত পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকের হোসেন বলেছেন, লাকসাম পৌরসভার মাস্টার প্ল্যান করা আছে এবং পূর্বে স্মার্ট সিটি প্রকল্পের আওতায় লাকসাম পৌরসভাতে স্টাডি করা হয়েছে। স্টাডি অনুযায়ী লাকসামে একটি বাস টার্মিনাল স্থাপন, হাসপাতাল ও অন্যান্য বর্জ্য ব্যবস্থাপনা আলাদা করা, প্লাস্টিক রিসাইকেল, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ বেশকিছু উন্নয়নমূলক কার্যক্রমের প্ল্যান রয়েছে। তাই পিপলস অ্যাডাপটেশন প্ল্যান করার সময় এই বিষয়গুলো যুক্ত করবে।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেয়া অধিকারী৷
এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর প্রধান সহকারী আবুল খায়ের, স্বাস্থ্য কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ডা: মো: আল ইমরান, সহকারী প্রকৌশলী (পানি) পবিত্র ভূষন পাল, সহকারী প্রকৌশলী (সিভিল) রীতেশ চন্দ্র পোদ্দার, উপ-সহকারী প্রকৌশলী ধর্ম জ্যোতি চাকমা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন মাস্টার – মোহাম্মদ কবিরুল ইসলাম এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ৷

ADVERTISEMENT

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগাণ্ডা ছড়ানোর প্রতিবাদে …

মহিউদ্দীন মাসুমঃ চৌদ্দগ্রামের বাতিসায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাতিসা বাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট …

দেলোয়ার হোসেন রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে ৪২ কেজি গাঁজা ও ১২০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) …

ইউসুফ আলী নাটোর প্রতিনিধি: মেলা হলো মানুষের এক আনন্দ সম্মিলন। আর পৌষমেলা হলো শীতে হাজার বছরের বাঙালির ভূমি থেকে উৎসারিত নবান্ন উৎসবের …