হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
২৪ নভেম্বর রবিবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং সদস্য সচিব জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন ঘোষিত ওই কমিটিতে মো: আবুল কালামকে আহ্বায়ক ও আবদুর রহমান বাদলকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এবং আবুল হাসেম মানুকে আহ্বায়ক ও বেলাল রহমান মজুমদারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।
এ ছাড়া উপজেলা ঘোষিত আহবায়ক কমিটিতে ডা: মো: নুরু উল্যা রায়হান, নূর নবী চৌধুরী, আলহাজ্ব নুর হোসেন চেয়ারম্যান, ইব্রাহিম খলিল, মো: শাহ আলম, ইসহাক মিয়া, আবুল হাসেম সওদাগর, প্রফেসর আবুল হোসেন, শাহ আলম চেয়ারম্যান, আবুল হাসেম চেয়ারম্যান, আব্দুস সালাম, টি আর হারুন, মোশারফ হোসেন মশু, মাসুদ রানা মাসুদ, মিজানুর রহমান, মোজাম্মেল হক মন্টু যুগ্ম আহবায়ক এবং আলহাজ্জ মজির আহমেদ, নূরনবী মজুমদার, মাহফুজুল হক, মো: বাবুল, খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম ও জাহাঙ্গীর আলমকে সদস্য করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে পৌরসভা ঘোষিত আহবায়ক কমিটিতে আবুল হোসেন মিলনকে সিনিঃ যুগ্ম আহবায়ক, আনোয়ার হোসেন, মোস্তফা কামাল, নিজাম উদ্দিন, আব্দুল হক, তাজুল ইসলাম, মাহবুবুর রহমান মানিক, জামিলুর রহমান সোহেল, আবু বকর সিদ্দিক মিল্টন, আ: রশিদ কমিশনার, আবু ইউসুফ, মীর মো: আব্দুর রহমান, শাহ আলম, আহসান উল্ল্যা,কামাল হোসেন ও ফারুক হোসেনকে যুগ্ম আহবায়ক এবং সুভাষ বনিক, ইয়াসিন আলী, লুৎফুর রহমান জুয়েল, আমান উল্ল্যা আমান, মো: শোকর, কামাল হোসেন ও গোলাপুর রহমান গোলাপকে সদস্য করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের করে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নির্দেশনা প্রদান করেন৷