
হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার লাকসামে স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন এর আয়োজনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা সদরের দৌলতগঞ্জ মাদ্রাসা মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের প্রধান পৃষ্টপোষক লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সভাপতি ফয়সাল ইসলাম বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাফসান ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. আবদুল হান্নান, হেড মুহাদ্দিস মাওলানা ড. আবদুল হালিম, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শাহরিয়ার কবির রাতুল, তন্ময় ইসলাম, লাকসাম প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, সামাজিক ব্যক্তিত্ব আজিজুর হক মজুমদার সুইট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ুম অনিক।
বক্তারা বলেন, তারুণ্যের সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠার শুরু থেকেই একঝাঁক তরুণের মেধা ও বুদ্ধিমত্ত্বাকে কাজে লাগিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ছাত্র ও তরুণ সম্প্রদায়কে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে।
জুলাই আন্দোলনে অর্জিত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সংসদে ১০% ছাত্র-তরুণের প্রতিনিধিত্ব রাখার উপর গুরুত্বারোপ করেন বক্তারা।