হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই ঘোষণাপত্রের দাবিতে কুমিল্লার লাকসামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী, পথচারিসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে বিভিন্ন দাবি ও প্রস্তাবনা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেজবাহ উদ্দিন সিয়াম, কাইয়ুম রিফাত, আনোয়ারুল আজিম রাহি, তারেক হোসেন, মিনহাজুল ইসলাম, সাজ্জাদ হাসান সায়মন, ফাহিম খান, আল হেলাল রাফি, কাউসার আহমেদ, পেয়ার আহমেদ, দিদার হোসেন, নাদিম আহমেদ, অভি সাহা, রায়হান হোসেন, শহিদ জিসানের পরিবারের সদস্য ফাহিম প্রমুখ।