হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
লাকসাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপি বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কায়সার হামিদ। এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। মেলায় উপজেলার বিভিন্ন সেবা প্রদর্শনীর পাশাপাশি স্থানীয় অনলাইন ভিত্তিক ১৮ জন নারী উদ্দোক্তা অংশ নিয়েছেন।
বিজয় মেলায় ১৮ জন নারী উদ্যোক্তার জন্য চারটি স্টল বরাদ্দ হয়, এই চারটি স্টলে মেলার প্রথম দিনে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উদ্যোক্তাদের সমন্বয়ক নারী উদ্দোক্তা হাজেরা কুদ্দুস রূপা জানান, আমরা খুব খুশি উপজেলা প্রশাসনের এমন সহায়তা পেয়ে। ভবিষ্যতে জন প্রতি একটি করে স্টল বরাদ্দ পেলে আমরা আরো বেশি পন্য নিয়ে উপস্থিতি হতে পারতাম। প্রথম দিনে প্রায় সকল পন্য বিক্রি হয়েছে জানিয়ে তিনি সকলকে মেলায় আসার আমন্ত্রণ জানান। মেলা শেষে আপনারা আমাদের লাকসাম বাজার ফেসবুক গ্রুপে সকল উদ্যোক্তাদের পাবেন সারাবছর আমরা সেখানে পন্যের প্রচারণা করে থাকি।
মেলায় নারী উদ্দোক্তাদের মধ্যে ব্লক বাটিকের তৈরি পোশাক নিয়ে হাজেরা কুদ্দুস রূপা, কুশিকাটা পোশাক নিয়ে উম্মে হুমায়রা নাজিফা, নকশীকাঁথা, বেবি ড্রেস নিয়ে সাহিদা আক্তার, বেবি ড্রেস, হিজাব, থ্রিপিস নিয়ে হাবিবা সুরাইয়া, সকল ধরনের পিঠা নিয়ে ইসরাত জাহান রীনা, হোম মেইড কেক নিয়ে আহানা জাহান রেহানা, হাসিনা আক্তার, কেক ও পিঠা নিয়ে মর্জিনা করিম, নকশিকাঁথা নিয়ে সাজিয়া আফ্রিন নিতু, কেক ও হ্যান্ড পেইন্টের ড্রেস নিয়ে মায়েদা মাহবুব, নকশিকাঁথা, এমব্রয়ডারি ড্রেস নিয়ে রাহানারা ময়না, সমুচা, সিঙারা নিয়ে জান্নাতুল ফেরদৌস নাহিন, সন্দেশ ও পোশাক নিয়ে সুস্মিতা আঁখি, নাড়ু সন্দেশ ও আচার নিয়ে মনি সাহা এশা, নানান রকম সন্দেশ সরস্বতী নিয়ে রানী সাহা, পিঠা ও আচার নিয়ে তোহা তানহা, আচার নিয়ে আকলিমা আক্তার, বাটিকের পোশাক নিয়ে অদ্রিজা রয় প্রমুখ অংশ নেয়।
উল্লেখ্য যে, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ বিজয় মেলাটি ১৬ ডিসেম্বর রাত ৮ টা পর্যন্ত চলবে।