হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদল লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার ব্যানারে বিকালে বাংলাদেশ ফ্লাওয়ার মিলস সংলগ্ন বিএনপির কার্যালয়ে বিশাল একটি বর্ণাঢ্য র্যালি লাকসাম দৌলতগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে ছাত্র সমাবেশ করে সংগঠনটি।
উপজেলা ছাত্রদলের নেতা শাহিদ বিন রাহুলের সভাপতিত্বে এবং সাবেক পৌর ছাত্রদলের দপ্তর সম্পাদক তারেক আজিজের পরিচালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন – নিখোঁজ বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজ এর ছোট ভাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম ফারুক, মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা হাজী মুহাম্মদ জসিম উদ্দিন, মনজুরুল আলম বাচ্চু, মনির আহমেদ, মাষ্টার মোস্তফা কামাল, মাইনুল হক মজুমদার মিঠু, ইমরান হোসেন মিলন, খাজা আহমেদ, ইসমাইল হেসেন, আবদুল বারেক, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু বিশ্বতম সাহা বিশু, দক্ষিণ জেলা যুবদলের সদস্য মাইন উদ্দিন শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মজুমদার, শ্রমিক দলের উপজেলা সাবেক সভাপতি শওকত আলম সেলিম, যুবদল নেতা নেতা ফয়সাল মাহমুদ, মোঃ দিদার হোসেন, ন, ফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আলাউদ্দিন সুমন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রদল নেতা আরিয়ান রুবেল, মোঃ মিজান, এম,এস রুবেল, আলমগীর হোসেন ভূইয়া, ফারহান মাহিন, রাফি হক, তামজিদ সামি, রাহাতুল ইসলামসহ লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শিক্ষা ঐক্য ও প্রগতি-এই তিন মূলনীতিকে ধারণ করে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্য সামনে রেখে ১৯৭৯ সালের ১ জানুয়ারি এই সংগঠন গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসাবে পরিচিতি পায় ছাত্রদল। সূচনালগ্ন থেকে সংগঠনটি স্বৈরাচার পতন আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে সুনাম অর্জন ও রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দিয়েছে।