হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বিগত ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে গুম হওয়া সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ গুমের ১১ বছর পূর্ণ হয় বুধবার। দিনটিকে লাকসামের সাধারণ মানুষ গুম দিবস হিসেবে পালন করছে। এ উপলক্ষে ২৭ নভেম্বর লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপি আলোচনা সভাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
২০১৩ সালের ২৭ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সময় লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির এই দুই শীর্ষ নেতা গুমের শিকার হন। আজও হিরু- হুমায়ুনের পথ চেয়ে আছে পরিবার-পরিজন এবং কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি প্রেমীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নারায়ণগঞ্জের সাত খুনের পরিকল্পনাকারী নূর হোসেনের মতো হিরু- হুমায়ুন গুমের ঘটনায়ও লাকসামে কেনো এক ছায়া নূর হোসেন রয়েছেন। আর এখানকার হোসেন কে বা কারা তাদের দেখার প্রতীক্ষায় এখন লাকসামবাসী। সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত ৯টা। বিএনপির টানা অবরোধ চলছিল। ওই সময় স্থানীয় আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ। তৎকালীন সময় কনকনে শীতে বিদ্যুতের কোনো লোডশেডিং না থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার কিছুক্ষন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো লাকসাম শহর। ওই সময় লাকসামে বিশেষ অভিযান চালায় র্যাব-পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা। একপর্যায়ে য়ে র্যাবের সদস্যরা উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সাইফুল ইসলাম হিরুর মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান লাকসাম ফ্লাওয়ার মিলে প্রায় এক ঘণ্টা অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে। র্যাবের অভিযানের খবর পেয়ে ওই রাতে সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ এব এবং একই কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক জসিম উদ্দিন একটি এ্যাম্বুলেন্স এ করে লাকসাম থেকে কুমিল্লার উদ্দেশে রওনা দেন। তাদের বহনকারী এ্যাম্বুলেন্সটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আলীশ্বর এলাকায় পৌঁছলে পোশাকধারী একদল লোক গতিরোধ করে। পরে র্যাব পরিচয়ে তাদের আটক নাটক করে নিয়ে যায়। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে জসিম উদ্দিন (এ্যাম্বুলেন্সে থাকা) এবং লাকসামে গ্রেপ্তার হওয়া ৯ জনকে লাকসাম থানায় হস্তান্তর করে র্যাব- কুমিল্লা সিপিসি-২ এর তৎকালীন ডিএডি শাহজাহান আলী। পরদিন সকালে তাদের জেলহাজতে পাঠায় পুলিশ। এতে জসিম রক্ষা পেলেও শেষরক্ষা হয়নি বিএনপি নেতা হিরু ও হুমায়ূনের।