![](https://i0.wp.com/sorejominbarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।
আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লার লাকসামে গুম হওয়া বিএনপির শীর্ষ দুইনেতা সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ এর উত্তরসূরী রাফসান ইসলাম ও মো: শাহরিয়ার কবির রাতুল বিএনপির
কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এ সময় তারা লাকসাম বিএনপির রাজনীতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎতের বিভিন্ন বিষয় নিয়ে দলের কেন্দ্রীয় দপ্তরে দায়িত্ব থাকা কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সাথে আলোচনা করেন।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ২৭ নভেম্বর আওয়ামী লীগ সরকারের সময় লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির এই দুই শীর্ষ নেতা গুমের শিকার হন। আজও হিরু- হুমায়ুনের পথ চেয়ে আছে পরিবার-পরিজন এবং কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি প্রেমীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।