হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্মরণসভায় প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক ও লাকসাম পৌরসভার প্রশাসক এসএম গোলাম কিবরিয়া তার
বক্তব্যে বলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে স্মরণ সভায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।
স্মরণ সভায় গণঅভ্যুত্থানে শহীদ লাকসামের আবু ইউসুফ ও জিসানের পরিবারসহ আহতদের হাতে নগদ অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়।
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, সাংবাদিক মশিউর রহমান সেলিম, গণঅভ্যুত্থানে শহীদ আবু ইউসুফের সহধর্মিণী রেহানা আক্তার রানু, শহীদ আব্দুর রহমান জিসানের চাচা হাছান আহমদ। আহতদের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের ছাত্র মোহাম্মদ সায়মন, চট্টগ্রাম কারিগরি স্কুলের ছাত্র মোঃ তানভীরুল ইসলাম। শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আনোয়ারুল আজিম রাহি, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম।
লাকসাম উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।