শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

লাকসামে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন

Logo
Desk Report 2 রবিবার, ২৪ ২০২৪, ৯:০১ পূর্বাহ্ণ

হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বোরো ধানের (উফসী বীজ), বোরো ধানের (হাইব্রিড বীজ), শীতকালীন শাক সবজির বীজ ও হাইব্রীড সবজির বীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা বিতরণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ নভেম্বর) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও উপকরণ উইং এর যুগ্ম সচিব জনাব মোঃ খোরশেদ আলম। বীজ এবং রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, কাউছার হামিদ এবং সহকারী কমিশনার (ভূমি), সিফাতুন নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আল-আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ৩৪০০ জন কৃষকের মাঝে ১ বিঘা জমির জন্য বোরো ধানের ৫ কেজি উফসী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ, ৩২০০ জন কৃষকের মাঝে বোরো ধানের (হাইব্রীড) বীজ ১ বিঘা জমির জন্য (২ কেজি), শীতকালীন শাকসবজির বীজ ও নগদ সহায়তা ৭০০ জন কৃষকের মাঝে এবং শীতকালীন (হাইব্রিড) সবজির বীজ, রাসায়নিক সার ও নগদ সহায়তা ৭০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মো: খোরশেদ আলম কৃষকদের আশ্বস্ত করে বলেন দেশে সারের কোন ঘাটতি নেই এবং সরকার নির্ধারিত মূল্যে সবাইকে সার কেনার জন্য তিনি উৎসাহ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, জলাবদ্ধতা নিরসনে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি, যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয়।

উপজেলা কৃষি অফিসার বলেন, আমন মৌসুমে জমি পতিত থাকায় এবং বন্যায় জমিতে পলি জমার কারণে রাসায়নিক সারের ব্যবহার তিনের একাংশ কমিয়ে আনতে হবে। অতিরিক্ত মাত্রায় সার ব্যবহারে ফসলে রোগ ও পোকামাকড় আক্রমণ বেড়ে যায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফৌজিয়া আক্তার, সহকারী অতিরিক্ত পরিচালক, বিএডিসি (সার), জনাব মোঃ শাহাদাত হোসাইন, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার, জনাব আলী আহমেদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ।

ADVERTISEMENT

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …