হামিদুল ইসলাম,
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ই ডিসেম্বর) বিকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন শাখার আয়োজনে
গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাও: ফখরুল ইসলাম বিএসসি’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন –বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুমিল্লা-৯ আসনে ডক্টর সৈয়দ সরোয়ার সিদ্দিকীকে জামায়াত প্রার্থী ঘোষণা করেছে। অন্য সকল দলের, সকল প্রার্থীর তুলনায় শিক্ষায়, মেধায়, যোগ্যতায়, নেতৃত্বে, সাংগঠনিক সফলতায় আমাদের প্রার্থীই সেরা ইনশাআল্লাহ। এখন থেকেই আমাদের প্রার্থীকে জয়ী করতে জামায়াতের কর্মীদের কাজ করতে হবে। যখনই নির্বাচন হয়, সকল কেন্দ্রে সর্বাধিক ভোটে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করার জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, দেশ গভীর ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে। একাত্তর সালে ভারত আমাদের অস্ত্র দিয়েছে, আশ্রয় দিয়েছে। বিনিময়ে তেপ্পান্নটি বছর ধরে এদেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। চব্বিশ সালে আমরা কারো সহযোগিতা ছাড়াই আল্লাহর রহমতে স্বাধীন হয়েছি। এ জাতি মাথা তুলে দাঁড়াবেই ইনশাআল্লাহ।
কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণের সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা দক্ষিণ সহ-সেক্রেটারি ডাঃ মোঃ আব্দুল মুবিন, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাশার। কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সাল, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহিদ উল্যাহ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মু. মহিউদ্দিন পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ আবুল হাশেম, মোঃ আব্দুর রহিম,
ইউনিয়ন সেক্রেটারি মাও মোস্তাফিজুর রহমান, সহ – সেক্রেটারি খলিলুর রহমান, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মনিরুল ইসলাম খন্দকার, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি আব্দুস সাত্তার, শ্রমিক কল্যাণ সভাপতি শোঃ শাহআলম ইউনিয়ন বিজনেস ফোরামের
সভাপতি জাহাঙ্গীর আলম,সেক্রেটারি সমাজ সেবক সাখাওয়াত হোসেন, ইউনিয়ন যুববিভাগের সভাপতি মাসুদ খন্দকার, লাকসাম শহর ছাত্রশিবিরের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, প্রমুখ । সম্মেলনে ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।