
মো: নুর ইসলাম সবুজ
লালমনিরহাট জেলা প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লগী-বৈঠার বর্বরোচিত হামলার ঘটনায় বিচারের দাবি ও শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার হাতীবান্ধা কমিউনিটি সেন্টার ও ডেকোরেটরে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক হাছেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুল মান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ডা. সাহিদুল আলম নিরো ও টংভাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান সাতাসহ