
স্টাফ রিপোর্টার -নিজাম উদ্দিন
অভিযোগ বিষয়ে যানা যায়, ৩০শে জানুয়ারী রাতে মান্দারী ইউনিয়নের গন্তব্যপুর গ্রামে নিম তলা মাদ্রাসার পাশেই রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল সম্পূর্ণ অক্ষত অবস্থায় একটি পিক- আপ গাড়ি। পরের দিন
ড্রাইভার সকাল বেলায় গিয়ে দেখতে পায় গাড়িটির নিচের অংশে ইন্জিনের উপর আগুন দরিয়ে দিয়েছে কেবা কারা।
এতে গাড়িটি মোটর, ওয়ারিং ওয়াটার সেল সহ বিভিন্ন যন্ত্র পুড়ে গিয়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই পিক আপ গাড়িটি দুইজন শেয়ারে করে ক্রয় করেছেন গত দুই বছর আগে, শেয়ারদার মোঃ আলমগীর হোসেন বলেন,আমি বিদেশ করেছি সুবিধা করতে পারিনি এরপর গরুর ফার্ম করেছি তাও সুবিধা করতে পারিনি। দুই বন্ধু মিলে এই গাড়িটি কিনেছিলাম প্রতিহিংসা মূলক ভাবে কেউ এই গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব এভাবে কারো ক্ষতি করবেন না।
এদিকে ভাগ্য ভালো যে পিকআপটিতে আগুন ধরিয়ে দিলেও সেই আগুন গাড়িটিকে পরিপূর্ণভাবে ধ্বংস করতে পারেনি। যার ফলে গাড়িটির উপরেটর অংশ পুরোটাই অক্ষত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে দুষ্কৃতিকারীরা সঙ্ঘবদ্ধভাবে আগুন ধরিয়ে দিয়ে চলে গিয়েছিলো। তারা চলে যাওয়ার পর আগুন নিভে যায়। গাড়ির মালিকরা জানিয়েছে তাদের রুজি রোজগারের একমাত্র সম্বলটি প্রতি হিংসা করে কেউ জ্বালিয়ে দিতে চেয়েছিলো।
এদিকে গাড়ির আরেক শেয়ারদার মোঃ ইমরান হোসেন ভুইয়া বলেন, দুই বন্ধু মিলে গাড়িটি ক্রয় করেছিলাম আমার জানামতে আমার কোন শত্রু নেই যদি কারো শত্রু থাকে, এভাবে আগুন লাগানো ঠিক না। আমাদের প্রায় দুই আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এভাবে এলাকায় চলতে থাকলে মানুষ কিভাবে চলবে? অন্য দিকে এলাকায় রাতে কেবা কারা এই ঘটনা করেছে এই নিয়ে চলছে জল্পনা কল্পনা।